আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় একহাত নিল বাংলার শাসকদল তৃণমূল। প্রসঙ্গত, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলা ও দিল্লী সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানিয়েছেন মোদী। তাঁর অভিযোগ, এই দুই রাজ্য সরকারের জন্যই নাকি সেখানকার সত্তরোর্ধ নাগরিকরা আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দুই রাজ্যের ক্ষমতাসীন দলের রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই বয়স্ক মানুষরা নাকি প্রকৃত চিকিৎসার সুবিধা পাচ্ছেন না। এই পরিস্থিতির জন্য তিনি ক্ষমাপ্রার্থী। আর প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক অভিযোগ ও ক্ষমা চাওয়ার ঘটনাকে অতিনাটকীয়তা বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
এপ্রসঙ্গে দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে নাটক করেছেন প্রধানমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত করার জন্য নাটকীয় রাজনীতি করেছেন। উনি বলছেন মানুষ পরিষেবা পাচ্ছে না। অথচ উনি বলছেন না যে এই সুবিধা পাওয়ার পিছনে কী কী শর্ত দেওয়া রয়েছে। যেমন আপনার কাছে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। আরও একাধিক শর্ত রয়েছে। সেগুলোতে শুধুমাত্র শর্ত মানতে গেলে এমনিতেই অর্ধেক মানুষ বাদ পড়বেন। আর অন্যদিকে বাংলার তৃণমূল সরকারের চালু করা স্বাস্থ্যসাথীতে সমস্তকিছু কভার করা হয়, পরিবারের সকলের সব অবস্থায় মানুষ সুরক্ষিত।” হাসপাতালে তার প্রতিফলন হচ্ছে বলে জানান কুণাল। সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ’ও ব্রায়েনও। “আয়ুষ্মান ভারত শুরুর আগে থেকে চালু বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্প। কোনও প্রিমিয়াম না দিয়ে সাধারণ মানুষ এর সুবিধা পান। এটি পুরোপুরি ক্যাশলেস ও পেপারলেস প্রকল্প”, স্পষ্ট জানিয়েছেন তিনি।