বিপাকে সিপিএম নেতৃত্ব। এক ফৌজদারি মামলায় অভিযুক্ত সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, নিরঞ্জন চট্টোপাধ্যায়-সহ ছয় বাম নেতার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার দিন ধার্য করল আদালত। সোমবার ব্যাঙ্কশাল আদালত ওইদিন ধার্য করেছে ৫ ডিসেম্বর। এদিন অভিযুক্ত ওই ছয় বাম নেতা আদালতে হাজির হন। আদালতের কাছে তাঁরা দাবি করেন, ‘আমরা নির্দোষ।’এরপরই বিচারক ওই ফৌজদারি মামলার সাক্ষ্য‑গ্রহণের দিন ঠিক করে দেন। যদিও ওই নেতাদের অন্য আইনজীবীদের দাবি, পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে। এর পিছনে রয়েছে রাজনৈতিক মতলব।
তবে সরকারি কৌঁসুলি বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নন।”
আদালত সূত্রে জানা গিয়েছে, বিগত ২০১৫ সালে বিভিন্ন দাবি‑দাওয়া নিয়ে অভিযুক্ত বাম নেতারা হেয়ার স্ট্রিট থানা এলাকায় একটি অবস্থান‑বিক্ষোভে শামিল হন। অভিযোগ, ওই আন্দোলনের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। এজন্য পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েই অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পুলিসি কাজে বাধাদান-সহ কিছু অভিযোগ এনে মামলা করে। ওই মামলায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরবর্তীকালে ওই ছয় বাম নেতা কোর্টে আত্মসমর্পণ করে জামিন নেন। এদিন মামলার শুনানির দিন ধার্য ছিল। সেইমতো অভিযুক্তরা কোর্টে হাজির হলে তাঁদের বিরুদ্ধে চার্জগঠনের পর ধার্য হয় বিচার প্রক্রিয়ার দিন।