Environmental Law আরও একবার শীর্ষ আদালতের তীব্র তিরস্কারের মুখোমুখি হতে হল মোদী সরকারকে। পাশাপাশি, ভর্ৎসিত হতে হল পাঞ্জাব ও হরিয়ানা সরকারকেও। বিচারপতিদের মন্তব্য, দেশের পরিবেশ আইন আসলে ‘ফোকলা’, ‘দন্তহীন’। কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতার কারণেই বাড়ছে দিল্লীর বায়ু দূষণ, তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ মোদী সরকার কেন্দ্রীয় পরিবেশ আইনে সংশোধনী নিয়ে এসে পরিবেশবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কড়া শাস্তির পরিবর্তে আর্থিক জরিমানার নীতি প্রয়োগ করেছে৷ আর এই ভ্রান্ত নীতির জেরেই বাড়ছে পাঞ্জাব ও হরিয়ানায় ফসলের অবশিষ্টাংশ বা পোড়ালি জ্বালানোর ঘটনা, বুধবার নিজেদের ক্ষোভ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ৷
Read More: ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নীতিতে শীর্ষ আদালতে জয় রাজ্যের – ধাক্কা খেল কেন্দ্র
পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফে ধার্য জরিমানা আদৌ আদায় হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না সংশোধিত পরিবেশবিধি, এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের তরফে মোদি সরকারকে তীব্র ভর্ৎসনা করে বলা হয়, কেন্দ্রীয় সরকারকে কাজের কাজ করতে হবে৷ পরিবেশ রক্ষায় কোনও পরিকাঠামোই তৈরি হয়নি, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইনও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে৷ পরিবেশ বিধি ভাঙলে যে জরিমানার কথা বলা হচ্ছে, সেই জরিমানাও সঠিক ভাবে ধার্য হচ্ছে না৷ ফলে শাস্তির ভয় পাচ্ছে না সাধারণ মানুষ। এর পরেই শীর্ষ আদালত ক্ষোভ প্রকাশ করে জানায়, দিল্লী এবং তার আশে পাশের এলাকার বায়ুদূষণ নিয়ে শুধুই রাজনীতি চলছে। কাজের কাজ হচ্ছে না কিছুই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1849427133803925871