BJP Leader Arrested আসন্ন উপনির্বাচনের আগে ফের মাথাব্যথা বাড়ল বঙ্গ বিজেপির। ১ হাজার কেজিরও বেশি মাদক পাচার করতে গিয়ে এসটিএফ-এর জালে ধরা পড়ল এক বিজেপি নেতা! ধৃতের নাম অজিতকুমার দাস। বুদবুদের মানকরের বাসিন্দা। ধৃতকে বুধবার আদালতে পেশ করা হয়।
Read More:ঘূর্ণিঝড় ডানার প্রকোপে ফসল নষ্ট হলে মিলবে শস্যবিমা – জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব
জানা গিয়েছে ওই বিজেপি নেতাকে মঙ্গলবার বিকালে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে ঘোরাফেরা করার সময় সূত্র মারফত খবর পেয়ে এসটিএফ-এর একটি দল তাকে আটকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১২০ গ্রাম মাদক (মরফিন) উদ্ধার করে। এর পরেই কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1849409523435667775
প্রসঙ্গত, ধৃত অজিতের কাছ থেকে দুটি ট্রেনের টিকিট ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। এসটিএফ-এর জেরায় ধৃত বিজেপি নেতা মাদক দ্রব্য পাচারের সাথে যুক্ত হওয়ার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ। বিজেপি নেতা বিশাল পরিমাণ মাদক-সহ গ্রেফতার হওয়ায় মুখে কুলুপ এঁটেছেন জেলার ও রাজ্যের বিজেপি নেতারা।