মিলল সমাধান। হাসি ফুটল শ্রমিকদের মুখে। তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগেই ফের খুলল হাওড়ার দাশনগরের জুটমিল। কাজে যোগ দিলেন প্রায় ৫০০ জন শ্রমিক। পুজোর মুখে কর্তৃপক্ষ জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। শ্রমিকদের ভুল বুঝিয়ে কর্মবিরতি
চালু করিয়েছিল বিজেপির শ্রমিক সংগঠনের
প্রতিনিধিরা। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রম
কমিশনারের অফিসে কর্তৃপক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক
সিদ্ধান্ত হয়। এরপরই কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস
ও বকেয়া পাওনা মিটিয়ে দেয়। তারপরই
সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশও প্রত্যাহার করে
নেয় কর্তৃপক্ষ।
গত সোমবার থেকে ফের মিল চালু করে দেওয়া হয়। হাওড়া সদর আইএনটিইউসির সভাপতি অরবিন্দ দাস ও মিরপুর কেন্দ্র তৃণমূলের
সভাপতি মহেন্দ্র শম্য জানান, “বিজেপির শ্রমিক
সংগঠন মিলের কর্মীদের ভুল বুঝিয়েছিল। আমরা
কর্তৃপক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যার
সমাধান করি।” এদিন মিল চালু হওয়ায় সকালে মিলের গেটের সামনে শ্রমিকরা আনন্দে মেতে ওঠেন।