সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ‘ডবল ইঞ্জিন’ মহারাষ্ট্রে আভ্যন্তরীণ কোন্দল ক্রমশই দুশ্চিন্তায় ফেলছে বিজেপিকে। উল্লেখ্য, কিছুদিন আগেই জম্মু-কাশ্মীর হাতছাড়া হয়েছে বিজেপির৷ তার মূলেও ছিল দলীয় অন্তর্দ্বন্দ্ব। সূত্রের দাবি, বর্তমানে মহারাষ্ট্রে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিয়মিত ব্যবধানে মুম্বই থেকে দিল্লী উড়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরবারে পরস্পরের বিরুদ্ধে নালিশ করছেন বিক্ষুদ্ধ এনসিপি নেতা অজিত পাওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ শনিবার গভীর রাত পর্যন্ত দিল্লীতে এই দুই নেতাকে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তারপরেও পুরোপুরি মেটেনি সমস্যা।
এবিষয়ে দলীয় সূত্রের দাবি, আসন্ন বিধানসভার ভোটে কাদের টিকিট দেওয়া উচিত, কাদের টিকিট পাওয়া একেবারেই উচিত নয়, তা নিয়েই রাজ্যের শাসক শিবিরের অন্দরে প্রবল মতানৈক্য শুরু হয়েছে এর জেরেই শাসকশিবিরের দুই নেতা নিজেদের মত করে ক্ষোভ প্রকাশ করতে বারবার দিল্লী ছুটে যাচ্ছেন৷ এসবের মাঝে রবিবার বিজেপি মহারাষ্ট্রের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ তালিকা অনুযায়ী বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ভোটপ্রার্থী হচ্ছেন দক্ষিণ নাগপুর কেন্দ্র থেকে। একনাথ শিণ্ডে এবং অজিত পাওয়ার শিবিরকে গুরুত্ব দেওয়া হয়নি একেবারেই।