রাজ্যবাসীকে স্বস্তির খবর শোনাল রাজ্য। আগেই খোলা বাজারে খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পুলিশ, প্রশাসন ও টাস্ক ফোর্স দ্রুত পদক্ষেপ নেয়। শুরু হয় নিয়মিত নজরদারি। পাশাপাশি রাজ্যের কৃষি বিপণন দফতর তাদের সুফল বাংলার মাধ্যমে বাজারে বিভিন্ন সবজির জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে যে যে পদক্ষেপ গ্রহণ করেছিল তাও সবদিক থেকে সফল হয়েছে। কমেছে চড়া দামের বোঝা। বেড়েছে জোগান।
প্রসঙ্গত, উৎসব-পরবর্তী সময়েও এই পদক্ষেপগুলি বাজারে কৃষিজ পণ্যের জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চাষীদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ কিনে সুফল বাংলার স্টল থেকে তা বাজারের থেকে অনেক কম দামে বিক্রি করা হয়েছে। ফলে আলু, পেঁয়াজ-সহ একাধিক সবজি ও খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে ছিল অনেকটাই।