অপরাধীদের সাড়ম্বরে সম্বর্ধনা ও ফুলের মালা দিয়ে বরণ! শুনতে অবাক আগলেও মোদীর ভারতে এ বড়ই দস্তুর। এর আগে বিলকিস বানোর ধর্ষকরা সম্বর্ধিত হয়েছিল ফুলের মালায়। আর এবার একইভাবে সাংবাদিক গৌরী লঙ্কেশের নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্তদের বরণ করে নেওয়া হল। যার নেপথ্যে বিজেপি। ৯ অক্টোবর বেঙ্গালুরুর বিশেষ দায়রা আদালত জামিন দেয় খুনের অভিযোগে ধৃত ৮ জনকে। এই নিয়ে গৌরী খুনে ধৃত ১৮ অভিযুক্তের মধ্যে ১৬ জনই জামিন পেয়ে গেল। আর ৮ জন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই পেল বীরের সম্বর্ধনা!
এদিন তাদের স্বাগত জানাতে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযুক্তদের সংবর্ধনার ভিডিও দ্রুত ছড়িয়েও পড়ে সামাজিক মাধ্যমে। এর বিরুদ্ধে তীব্র ধিক্কারের ঝড় উঠেছে দেশজুড়ে। নেটাগরিদের কটাক্ষ, মোদীর নতুন ভারতে খুনি, ধর্ষণকারী, গণপিটুনিতে হত্যাকারীদের মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। বিগত ২০১৭-র ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির বাইরেই খুন হন সাংবাদিক গৌরী। মোটরবাইকে চেপে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে আততায়ীরা। অভিযুক্তদের সঙ্গে দুটি হিন্দুত্ববাদী সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি উঠে আসে তদন্ত চলাকালীন।