আরও একবার প্রকাশ্যে এল ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির ব্যর্থতার চিত্র। খোদ কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বিজেপিশাসিত উত্তরপ্রদেশ এবং অসম। প্রতিশ্রুতি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল-এই ৫ বছরে গ্রামাঞ্চলের সমস্ত বাড়িতে পানীয় জল সরবরাহ করতে হবে। অথচ সেই টার্গেটের ধারেকাছে নেই তারা। সোমবার জল জীবন মিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে জলশক্তি মন্ত্রক। সেখানেই ফুটে উঠেছে এমন পরিস্থিতি। অন্যদিকে, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ বছর দুয়েক পরে শুরু হলেও যথেষ্ট সন্তোষজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়।
রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত গ্রামের প্রায় ২২ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করা বাকি কেন্দ্রের। ১১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ১০০ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার হয়েছে। তবে সেই তালিকায় নেই যোগীর উত্তরপ্রদেশ এবং বিশ্বশর্মার অসমের মতো রাজ্যের নাম। পাশাপাশি, বাংলায় ইতিমধ্যেই ৯০ লক্ষ ৩৫ হাজার ১১২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। ২০১৯ সালের ১৫ আগাস্ট এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০২৪ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে। সেই টার্গেট পূরণের জন্য আর হাতে রয়েছে আর মাত্র ৯০ দিন। এই সময়ের মধ্যে বাকি ২২ শতাংশ বাড়ির সদস্যরা আদৌ নলবাহিত পরিস্রুত জল পাবেন কি না, তা নিয়ে ঘনীভূত হয়েছে সংশয়। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মোদী সরকার।