শারদোৎসবের আবহে ইতিমধ্যেই মেতে উঠেছে শহর। মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। স্বাভাবিকভাবেই, এমন অবস্থায় প্রয়োজন যথেষ্ট যানবাহন। শ্রীভূমি, টালা প্রত্যয়, সুরুচি সঙ্ঘ, শিবমন্দিরের মতো বড় দুর্গাপুজোগুলি তো আছেই এছাড়া দমদম পার্ক, হাতিবাগান, গড়িয়াহাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্কের মতো দুর্গাপুজো প্যান্ডেলে ভিড় ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষের সুবিধার্থে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, ষষ্ঠীর দিন অর্থাৎ বুধবার থেকে কলকাতায় সারারাত সরকারি বাস পাওয়া যাবে। এর ফলে আরও অনেকটাই সহজ হয়ে যাবে সাধারণ মানুষের পুজো-ভ্রমণ।
পাশাপাশি তিনি জানিয়েছেন, বহু মানুষ জেলা থেকে দুর্গাপুজো দেখতে কলকাতায় আসেন। হাওড়া, শিয়ালদা স্টেশন এবং বারাসতে যেন তারা খুব সহজে পৌঁছতে পারেন, তাই সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। কলকাতায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। জানা গিয়েছে, চতুর্থী ও পঞ্চমীতে রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হচ্ছে। ষষ্ঠী থেকে বাড়বে বাসের সংখ্যা। তাছাড়া রাস্তায় নামানো হবে অতিরিক্ত ইলেকট্রিক বাস।