চিকিৎসাক্ষেত্রে ফের অনন্য নজির তৈরি করল এসএসকেএম হাসপাতাল। প্রসঙ্গত, ভারতে টেস্টটিউব বেবির জন্মদানে নতুন দিশা দেখিয়েছিলেন বাঙালি চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়। এবার সেই পথেই হেঁটে রাজ্যে প্রথম এসএসকেএম হাসপাতালে নিখরচায় জন্ম হল আরও এক টেস্টটিউব বেবির। হাসি ফুটল এক গরিব নিঃসন্তান দম্পতির মুখে। নেপথ্যে প্রয়াত চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের যোগ্যতম সহযোগী চিকিৎসক সুদর্শন ঘোষদস্তিদার। তাঁর নেতৃত্বেই এসএসকেএম হাসপাতালে এই শিশুর জন্ম হল। আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে শিশুবিভাগের পাশেই গড়ে উঠেছিল বন্ধ্যাত্ব দূরীকরণের এই বিভাগ। কোটি কোটি টাকার মেশিন বসিয়ে উন্নত পরিকাঠামো তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিঃসন্তান দম্পতিরা বিনামূল্যে চিকিৎসা পেতে শুরু করেন।
প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে টেস্টটিউব বেবির ভ্রূণ তৈরি করতে ব্যয় হয় আড়াই থেকে পাঁচ লাখ টাকার মতো। কিন্তু তাতেও যে সাফল্য মিলবে, সে বিষয়ে কোনও নিশ্চয়তা থাকে না। তাই সেই সমস্ত গরিব নিঃসন্তান দম্পতির কথা ভেবে এই উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে শুক্রবার এই আইভিএফ পদ্ধতিতে টেস্টটিউব বেবির জন্ম হয়েছে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, মা শিশু দুজনেই সুস্থ রয়েছেন। ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে টেস্টটিউব বেবির জন্ম হল। আগামীতেও এই পরিকাঠামোকে ব্যবহার করে আরও বহু নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে বলে, আশাবাদী সুদর্শনবাবু।