কেটে গিয়েছে বছরের পর বছর। তবুও কাটেনি অন্ধকার। মোদী-জমানায় দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। রেহাই পায়নি নাবালিকা ও শিশুরাও। এবারে মোদীরাজ্য গুজরাতে বন্ধুর সামনেই গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। শনিবার গভীররাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরায়। অভিযুক্তদের একজনকেও এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় রাজ্যজুড়ে উঠেছে ধিক্কার ও নিন্দার ঝড়। প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে এই ধরনের ঘৃণ্য ঘটনা একের পর এক ঘটে চলেছে কীভাবে? কী করছে ‘ডবল ইঞ্জিন’ সরকার? উঠছে প্রশ্ন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষ্যে শহরের গরবা অনুষ্ঠানে গিয়েছিল মেয়েটি। ফেরার পথে ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায় সে। রাত ১১টা নাগাদ বন্ধুরই স্কুটিতে চেপে ভাইলি এলাকা থেকে ফেরার সময় দুটি বাইকের ৫ আরোহী তাদের পথ আটকায়। দু’জন কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যায়। একজন আটকে রাখে বন্ধুকে। বাকি দু’জন মিলে ধর্ষণ করে নাবালিকাকে। তারপরে সেই অবস্থাতেই তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। ওই অবস্থাতেই কোনওরকমে পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলেও হদিশ পায়নি দুষ্কৃতীদের। জনরোষ এড়াতে পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও হয়নি সুরাহা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।