বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর থেকেই উত্তরের চা-বলয়ের উন্নতিসাধনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর উদ্যোগেই কেটেছে চা বাগানের জট। শ্রমিকদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য। মিলেছে বোনাস। এবার উৎসবের আগে চা-শ্রমিক পরিবারের হাতে নতুন জামাকাপড় তুলে দিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার খড়িবাড়ির থানঝোরা চা-বাগানে মোট ৪৫০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেন দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে। ছিলেন জেলা সহ-সভাপতি সাধন রায়, শিলিগুড়ি টাউন ৩ সভাপতি সুজয় সরকার, রেগুলেটেড মার্কেটের সভাপতি শ্যাম যাদব-সহ অন্যান্যরা।
শারদোৎসবের আবহে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি শ্রমিক পরিবারগুলি। এই প্রসঙ্গে নির্জল দে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সকলে সমান আনন্দ নিয়ে উৎসবে শামিল হবেন। সবার মুখেই যেন থাকে হাসি। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই আইএনটিটিইউসি এই উদ্যোগ নিয়েছে। উৎসবের আগে শ্রমিক পরিবারগুলির হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে খুশি তৃণমূলের শ্রমিক সংগঠন।