জননেতা তিনি। জনসাধারণের ‘কাছের মানুষ’। আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির আঙিনায় সর্বজনবিদিত তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। এবার আরও এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। আড়াই লক্ষ মানুষের হাতে তুলে দিলেন পুজোর উপহার। দলের নেতা-কর্মীদের মাধ্যমে তিনি একেবারে বাড়ি বাড়ি পুজোর উপহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেন। দু’সপ্তাহের কম সময়ে আড়াই লক্ষের বেশি মানুষের বাড়িতে গিয়ে পুজোর উপহার তুলে দেন টিম অভিষেকের সদস্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকাতেই পুজোর নতুন পোশাক নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় ‘টিম অভিষেক’।
এপ্রসঙ্গে অভিষেকের প্রশংসায় মুখর হন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। “এটাই ডায়মন্ড হারবার মডেল। চূড়ান্ত সাংগঠনিক দক্ষতা না থাকলে, তা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে বিত্তবান নন। সেই সব পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়। পঞ্চায়েত এবং পুর এলাকায় ওয়ার্ড স্তর পর্যন্ত খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। দু’সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে নতুন জামা-কাপড় পৌঁছে দেওয়ার জন্য বুথ স্তরে সংগঠন প্রয়োজন। ডায়মন্ড হারবারের নেতা-কর্মীরা সেই স্বল্প সময়ে নির্দিষ্ট বাড়িতে উৎসবের উপহার পৌঁছে দিয়ে প্রমাণ করে দিলেন কত শক্তিশালী সংগঠন তৈরি করেছেন অভিষেক”, বলেন তিনি।