নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুজোর আগে ফের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৈঠকে বসছে রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার টাস্কফোর্সের বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন-সূত্রে খবর, রাজ্যের সব জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব। কাঁচালঙ্কা, পিঁয়াজের ইতিমধ্যেই ফের দাম বৃদ্ধি হচ্ছে। দাম বাড়ছে বেগুনেরও। পুজোর আগে থেকেই বাজারে যাতে সব সবজির জোগান স্বাভাবিক থাকে, আজকের বৈঠকে তা নিশ্চিত করা হবে বলেই জানিয়েছে সূত্র।
পাশাপাশি, পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে, সেটাও নিশ্চিত করা হবে। বাজারে বিভিন্ন শাকসবজির দাম নিয়ে জেলাগুলি থেকে রিপোর্ট নেওয়া হবে। বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও। সবমিলিয়ে পুজোর মুখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজারদর নিয়ন্ত্রণে সরকারি তরফে জোরকদমে চলছে তৎপরতা।




