শীর্ষ আদালতে ফের মুখ পুড়ল ‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্যের। এবার আদালতের নির্দেশ অসম্মান ও অবজ্ঞা করার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জরিমানার আদেশ দিয়ে বলেছে, আগামী এক মাসের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিতে হবে। জানা গিয়েছে, একজন আসামির সাজা শেষ হওয়ার আগেই মুক্তির (ছাড়) আবেদন প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে আদালত অবমাননার মামলাটি শুরু হয়।
আদালত মামলাটি গ্রহণ করার পরে আসামিকে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, আদালত তার আদেশে বলেছে, “আমরা এই ধরনের ইস্যুতে সময় নষ্ট করা উপযুক্ত মনে করি না। আমরা এই দৃষ্টিভঙ্গি অবলম্বন করছি যে বিলম্বে হলেও পিটিশনকারীর সঙ্গে ন্যায়বিচার করা হয়েছে। আমরা নমনীয়তা প্রদর্শন এবং অবমাননার নোটিশ সহ সমস্ত কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে আদালত এও স্পষ্ট করেছে যে, এই মামলাটির ক্ষেত্রে সরকারের ভূমিকায় তারা মোটেও সন্তুষ্ট নয়। “আদেশ অমান্য করার জন্য আমরা রাজ্য এবং তার আধিকারিকদের আচরণের নিন্দা জানাই। তারা আদালতের আদেশের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছে। রাজ্য সরকারের আচরণই জরিমানা আরোপ করতে বাধ্য করল”, জরিমানা আরোপ করার সময় জানিয়েছে তারা।
