আসন্ন দুর্গাপুজোর আগেই এল নতুন সুসংবাদ। বাড়তে চলেছে দুই রাজ্য সরকারি প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রীর সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন। পাশাপাশি, বার্ষিক বেতন বৃদ্ধির হারও একধাক্কায় অনেকটাই বাড়ানো হচ্ছে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী, অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজারদের বেতন বাড়ছে। রাজ্যের দুই সমাজকল্যাণমূলক প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের বেতন ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি, কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজারদের বেতন ১২ হাজার টাকা বেড়ে দাঁড়াল ১৬ হাজার টাকা। এবং রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। পাশাপাশি, বার্ষিক বেতন বৃদ্ধির হারও বাড়ানো হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা ম্যানেজারদের বেতন প্রথম ৫ বছরে বাড়বে ৮০০ টাকা করে। ৫ বছরে বেতন বেড়ে হবে ২৬ হাজার টাকা, ১০ বছর পর হবে ৩২ হাজার টাকা এবং ১৫ বছর পর হবে ৪০ হাজার টাকা। অর্থাৎ, যে ডেটা ম্যানেজারদের বর্তমান বেতন ১৬ হাজার টাকা, ৫ বছর পর বেড়ে ২০ হাজার টাকা হবে তাঁদের বেতন।