আজ নবান্নে ফের জরুরি পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়াল মাধ্যমে জেলাশাসক, বিভিন্ন দফতরের জেলা আধিকারিক, রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সুপার এবং অধ্যক্ষদের নিয়ে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকটি হবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকতে হবে। বৈঠকে থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষেরা। বৈঠকে আর জি কর কাণ্ডের পরিস্থিতির পাশাপাশি পুজো সংক্রান্ত নানা বিষয়ে পর্যালোচনা করা হবে বলেই অনুমান একাধিক সূত্রের। আর জি কর কাণ্ডের পর একগুচ্ছ পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে সেই সংক্রান্ত আলোচনা হবে। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরে রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও সকলের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, পুজোর আগে সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়েও আলোচনা হবে। জরুরি পরিস্থিতি সামলাতে প্রশাসন কী কী পদক্ষেপ করবে সে সব নিয়েও আলোচনা হবে ভার্চুয়াল ওই বৈঠকে। পুজোর সময় বিভিন্ন জেলার রাস্তাঘাটের অবস্থা এবং বাড়তি সতর্কতা নিয়েও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন মমতা। প্রসঙ্গত, রবিবারই বন্যা-পরিস্থিতি পরিদর্শন করতে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন সোমবার তিনি কলকাতায় ফিরবেন। ফিরে আসার পর বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিক, বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন মমতা।