রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ও সুরক্ষা মজবুত করতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৎপর রাজ্য প্রশাসন। এবার নিরাপত্তা বাড়াতে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা আউটপোস্টে বাড়ানো হল পুলিশকর্মীর সংখ্যা। আগে ওই ফাঁড়িতে ২৮ জন পুলিশকর্মী নিয়োজিত ছিলেন। রবিবার থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০।শুক্রবার রাত থেকেই উত্তপ্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজে। এক রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান। মহিলাদের ওয়ার্ডেও এদিন ভাঙচুর করা হয়।
জানা যায়, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে এনে মারধর করা হয়। জুনিয়র ডাক্তার, নার্স-সহ আহত হয়েছেন সাত জন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়। ২৮ জন পুলিশকর্মীকে নিয়ে ফাঁড়ি তৈরি হয়েছিল হাসপাতালে। রবিবার সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি, হাসপাতাল চত্বরের বেশ কয়েকটি জায়গায় বসানো হচ্ছে নতুন সিসি ক্যামেরাও।