ক্ষমতায় আসার পর থেকেই বারবার নারীশক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন নিয়ে লম্বাচওড়া বুলি আউড়েছে বিজেপি। তবে যতই প্রচার হোক না কেন, বাস্তব চিত্র কিন্তু পুরোপুরিই ভিন্ন। দীর্ঘ টালবাহানার পরে ২৪টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র৷ আর তাতে দেখা যাচ্ছে, মাত্র দুটি সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মহিলা সাংসদদের হাতে৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব৷ একইসঙ্গে ডিএমকে সাংসদ কানিমোঝিকে দেওয়া হয়েছে কনজিউমার এফেয়ার্স সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব৷
উক্ত বিষয়ে মোদী সরকার তথা বিজেপিকে কটাক্ষে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷ “দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে৷ ২৪টি সংসদীয় কমিটির চেয়ারপার্সনদের বাছা হয়েছে৷ এর মধ্যে মাত্র দুটিতে মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তৃণমূল কংগ্রেস ও ডিএমকে প্রতিশ্রুতি পালন করে৷ বাকিরা? শুধু কথাই বলে!”, টুইটে জানিয়েছেন তিনি।