পুজোর আর কয়েকদিন বাকি। এই আবহেই নতুন সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, আসন্ন বিজয়া সম্মিলনীতে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে। প্রত্যেক পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে দল। বলা হয়েছে, দশমীর পর ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নিজ নিজ ওয়ার্ডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে প্রাধান্য দিতে হবে দলের পুরনো কর্মীদের।
প্রসঙ্গত, যাঁরা প্রথমদিন থেকে দলের সঙ্গে রয়েছেন, বিপদে-আপদে দলের হয়ে ঝাঁপিয়ে পড়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। ন্যূনতম ৫-১০ জন পুরনো, একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দেবেন পুর-প্রতিনিধিরা। এছাড়াও লোকসভা নির্বাচনে যাঁরা ভাল কাজ করেছেন, উক্ত অনুষ্ঠানে সম্মানিত করা হবে তাঁদেরও।