বৃহস্পতিবার মন্ত্রক ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদকে এবার রাখা হল প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে। লোকসভার গত অধিবেশনে সারা দেশের নজর কেড়েছিল অভিষেকের ভাষণ। তার পরই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ গিয়েছে বিজেপির লোকসভার সাংসদ ভর্তৃহরি মহতাবের কাছে। স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ বিজেপি নিজেদের দখলে রেখেছে। রাধামোহন দাস আগরওয়াল এবং রাধা মোহন সিং যথাক্রমে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন। তবে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়েছেন কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর। ওই কমিটিতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এবার লোকসভায় দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পেয়েছে তৃণমূল। ওই দুই পদে দলের তরফে বেছে নেওয়া হয়েছে দোলা সেন এবং কীর্তি আজাদকে। এই কমিটির চেয়ারম্যানদের বেশ কিছু বাড়তি দায়িত্ব নিতে হয়। অভিষেক-সহ আরও বেশ কয়েকজন তৃণমূল সাংসদ একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে রয়েছেন। ডেরেক ও’ব্রায়েন রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। আবার দেব রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে। ওই কমিটিতেই রয়েছেন রাহুল গান্ধী। শিক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পথ পেয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সংসদ দিগ্বিজয় সিংহ।