আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই দুর্গোৎসবের উদযাপনে মেতে উঠবে আপামর বাঙালি। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর থেকেই বিশ্বজুড়ে বাংলার দুর্গাপুজো বিশেষভাবে আলোচিত ও গৌরবান্বিত হয়ে উঠেছে। শারদ-পাবর্ণকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং এর গরিমাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে গত ২০১৩ সাল থেকেই ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার চালু করেছে রাজ্য সরকার। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, অন্যান্য জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে। ইতিমধ্যেই গৃহীত হয়েছে একটি কর্মসূচি। কী রয়েছে সেই কর্মসূচিতে, তা জেনে নেওয়া যাক এক নজরে :
১) কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌর সংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা, বিধাননগর পৌর সংস্থা এলাকায় সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ দেওয়া হবে।
২) সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’-র বিচারকের দায়িত্ব পালন করবেন। বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলিকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’ পুরস্কারে ভূষিত করা হবে। নির্বাচিত পুজো কমিটির ফলাফল ঘোষণা করা হবে মহাষষ্ঠীর দিন।
৩) কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে যে সকল বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ
সম্মান-২০২৪’ প্রদান করা হবে সেগুলি হল-_সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ
সচেতনতা। মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে জেলার নির্বাচিত পুজো কমিটির নামও।
৬) প্রসঙ্গত, বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট মেনে হয় না। সপ্তাহান্তে আয়োজিত হয়ে থাকে তা। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে অনলাইনে আবেদনের ভিত্তিতে সেরা পুজো বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ পুরস্কারে ভূষিত করা হবে রাজ্যের বাইরের পুজোগুলিকে।
৪) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববতী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে একই সময়কালে আবেদনপত্র পাওয়া যাবে ও জমা দেওয়া যাবে।
৫) আগামী ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কলকাতায় দুর্গাপুজো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা (রেড রোড কার্নিভ্যাল)।
৬) বিস্তারিত তথ্যের জন্য যে যে ওয়েবসাইটে চোখ রাখতে হবে, সেগুলি হল :
www.egiyebangla.gov.in
www.wb.gov.in
www.wbicad.in
https://bbss.wb.gov.in




