মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এর রেশ কাটতে না কাটতেই
ফের বিপত্তির সূত্রপাত ভারতীয় রেলে। আকছার লাইনচ্যুত হচ্ছে মালগাড়ি। এবার উত্তরবঙ্গে লাইনচ্যুত হল আরও একটি ট্রেন। ঘটনাটি ঘটেছে নিউ ময়নাগুড়ির বেদগাড়া স্টেশনে।
অসম থেকে এনজেপি যাওয়ার পথে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই একটি পণ্যবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়। স্টেশনে ঢোকার আগেই ইঞ্জিন থেকে নিমেষে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। সকালে লাইনচ্যুত হয় মালগাড়িটির পাঁচটি বগি। এদিনের এই দুর্ঘটনার ফলে লাইনের পাশের একটি বৈদ্যুতিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিক কীভাবে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। রেল দফতরে খবর দেওয়া হলে রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেল সূত্রে খবর, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রেল বিভাগীয় তদন্ত শুরু করেছে। তবে বারংবার এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই মুখে পড়েছে মোদীর রেলমন্ত্রক।