সারা দেশকে আরও একবার পথ দেখাল বাংলা। খোদ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য জানাচ্ছে, লগ্নির নিরিখে এখন ভারতের শীর্ষে রয়েছে বঙ্গ। মে মাসের হিসাবে গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যকে বাংলা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, বাংলা মে মাসে দুই সংস্থা থেকে ১৫১৪ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছে। তাতে ৩৪১৯ জনের কর্মসংস্থান হতে পারে। একই সময়ে গুজরাত পেয়েছে ১,০৫৩ কোটি, তামিলনাড়ু ২৭৩ কোটি, অন্ধ্রপ্রদেশ ৭৮২ কোটি ও কর্ণাটক ১১৭ কোটির প্রস্তাব। প্রস্তাব দুটি হল, পিয়ারলেস গোষ্ঠীর ৫০০ শয্যার হাসপাতাল। অন্যটি জুপিটার রিনিউবল্সের ১৮০০ মেগাওয়াটের সোলার সেল কারখানা।
প্রসঙ্গত, যে’সব সংস্থা লগ্নি করে মুনাফা করেছে, তারাই রাজ্যে আবারও পুঁজি ঢালছে। যা অত্যন্ত ইতিবাচক। কারণ, এক সংস্থাই একাধিকবার লগ্নি করে ব্যবসা সম্প্রসারণ করলে বাইরের লগ্নিকারীদের কাছে ইতিবাচক বার্তাই যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলা সম্পর্কে লগ্নিকারীদের মনোভাব বদল ও শিল্প ক্ষেত্রে শান্তি বজায় রাখায় সুফল মিলছে। ধর্মঘট বন্ধ, আইন-শৃঙ্খলার উন্নতির কারণেই ইতিবাচক সাড়া মিলছে। জানুয়ারিতে রাজ্যে লগ্নি প্রস্তাব এসেছিল ১৬,২৬১ কোটি টাকার। ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ২২৬৯ কোটি ও ৫৭০ কোটির। এপ্রিলে মাত্র ১৯৩ কোটি। মে-তে অনেকটাই বেশি। বড় শিল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পেও বাংলা অন্য বহু রাজ্যের চেয়ে এগিয়ে। লগ্নি প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের চেহারা অনেকটাই বদলাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।