এখনও গঠন করা হয়নি সংসদের স্থায়ী কমিটিগুলি। অথচ কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পর পেরিয়ে গিয়েছে মাসতিনেক। কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে৷ কিন্তু আলোচনায় এখনও কোনও অগ্রগতি হয়নি। তবে বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, বিরোধীদের চাপে আগামী সপ্তাহে স্থায়ী কমিটিগুলি গঠনের কথা ঘোষণা করা হতে পারে। এই কমিটিগুলির প্রধান কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রকের অনুদানের দাবিগুলি বিবেচনা করা এবং লোকসভায় আলোচনার জন্য সেটা নিয়ে রিপোর্ট পেশ করা। তারা সেই বিলগুলি পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে, যেগুলি সংসদের উভয় কক্ষে উপস্থাপনের পর তাদের কাছে রেফার করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার।
উল্লেখ্য, নতুন সরকার গঠন হওয়ার পর এখনও কমিটিগুলি গঠিত না হওয়ায় এই সব গুরুত্বপূর্ণ কাজগুলি আটকে যাচ্ছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে বিরোধীরা। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার চিঠি দিয়েছে। কিন্তু তার কোনও জবাব পাননি লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।