কেটে যাচ্ছে দিনের পর দিন। তবুও দেশজুড়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে অব্যাহত নারীনির্যাতন ও ধর্ষণের ভয়াবহতা। এবার উত্তর-পূর্বের ‘ডবল ইঞ্জিন’ রাজ্য ত্রিপুরায় নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে বাইকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল! ঘটনাটি ঘটেছে উত্তর জেলা পানিসাগর মহকুমায়, বৃহস্পতিবার রাতে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। রাতেই জনরোষের চাপে পড়ে গ্রেফতার করা হয় ২ জনকে। তারমধ্যে একজন অভিযুক্তের মা বিজেপির রৌয়া গ্রামপঞ্চায়েতের প্রধান বলে জানা গিয়েছে। এরপর থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, ছোটভাইয়ের জন্যে চিপ্স কিনতে দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকেই তাকে অপহরণ করে দুই দুষ্কৃতী। পাশবিক অত্যাচারের পর কিশোরীটি অচেতন হয়ে পড়লে মৃত ভেবে তাকে সেখানে ফেলেই পালিয়ে যায় ধর্ষণকারীরা। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে ভর্তি করা হয় প্রাথমিক হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে। বিজেপিশাসিত রাজ্যে দলের একজন পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে পদ্মশিবির। আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজ্যের মহিলারা। পুলিশ-প্রশাসনের উপর ক্রমশই আস্থা হারাচ্ছে আমজনতা।