দেশজুড়ে বিজেপি এবং বিজেপি জোটশাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটেই চলেছে নারীনির্যাতন ও ধর্ষণের নৃশংস ঘটনা। এবার বিহারের একটি বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নার্সকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালেরই চিকিৎসক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত চিকিৎসকের গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় ওই নার্স। সমস্তিপুর জেলার গঙ্গাপুরে এই কাণ্ডটি ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম সঞ্জয় কুমার। সে ও তাঁর দুই সহযোগী মদ্যপান করে ওই নার্সকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। শেষে নিজেকে বাঁচাতে অপারেশন থিয়েটারে ব্যবহৃত ছুরি দিয়েই ওই নার্স
চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দেন!
এরপর কোনওক্রমে হাসপাতাল থেকে বেরিয়ে পাশের একটি মাঠে লুকিয়ে পড়েন তিনি। ফোন করে নিকটস্থ থানায় জানান পুরো বিষয়টি।
পুলিসের ডেপুটি সুপার এ প্রসঙ্গে বলেন, ঘটনার খবর পেয়েই পুলিসের একটি টিম তড়িঘড়ি হাসপাতালে গিয়ে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মদের বোতল, অপারেশনে ব্যবহৃত ছুরি, রক্তমাখা কাপড় ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নার্সকে ধর্ষণের চেষ্টার আগে সিসিটিভি-র তারও কেটে দেয় এবং হাসপাতালটিকে ভিতর থেকে বন্ধ করে দেয় ওই চিকিৎসকেরা।