২০২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকেই ফের দুঃসময়ের ছায়া ঘনিয়ে এসেছে বঙ্গ বিজেপি শিবিরে। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে আভ্যন্তরীণ কোন্দল। যার জেরে দুর্বল হয়ে পড়ছে সংগঠন। রাজ্যজুড়ে বিভিন্ন ভোটগুলিতেও পর্যুদস্ত হচ্ছে গেরুয়াশিবির। রাজ্যজুড়ে সমবায় সমিতির নির্বাচনগুলিতে বইছে সবুজ ঝড়। কার্যত নিশ্চিহ্ন বিজেপি। বুধবার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকার বুড়ি মাতা এস কে ইউ এস লিমিটেড সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয়ী হল তৃণমূল। এদিন ছিল মনোনয়ন দাখিলের অন্তিম দিন। বুড়ি মাতা এস কে ইউ এস লিমিটেড সমবায় সমিতিতে রয়েছে ৯টি আসন। ২০১৮ সালে সমবায় সমিতিটি প্রতিষ্ঠিত হলেও করোনা আবহের কারণে এতদিন নির্বাচন হয়নি। অবশেষে সরকারি নিয়ম মেনে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়টি আসনে নমিনেশন দাখিল করলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনও নমিনেশন দাখিল করা হয়নি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জিতে যায় তৃণমূল। আবির খেলে বিজয়োল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আগামীতে অন্যান্য সমবায় সমিতিগুলির নির্বাচনেও ভাল ফল করবে তৃণমূল, আশাবাদী দলীয় নেতৃত্ব। “মা মাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার অভিভাবক মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটাকে পাথেয় করে আগামী সমবায় সমিতির নির্বাচনগুলিতেও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে”, জানান গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার।