ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াগি’। যার জেরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় জারি সতর্কতা। পাশাপাশি আবারও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে তছনছ ভিয়েতনাম। ক্রমাগত মেঘভাঙা বৃষ্টি ও ধসের জেরে এপর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৯৭ জনের। গাড়ি-সহ তলিয়ে যাচ্ছে সেতু। বিরাট জলের ঢেউয়ে তলিয়ে যাচ্ছে বাড়ি। সোশ্যাল মিডিয়া খুললেই প্রকাশ্যে আসছে ভিয়েতনামের এই মর্মান্তিক চিত্র।
উল্লেখ্য, আবহবিদদের মতে শেষ ৩০ বছরে এশিয়ায় আছড়ে পড়া সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বা টাইফুন হল ইয়াগি। কয়েকটি মডেলের মত অনুযায়ী, এটি ক্রমে বাংলাদেশ, মায়ানমার সীমান্তের দিকে সরে আসছে। এটি উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের সঙ্গে যুক্ত হবে। এবং তা ক্রমে আরও পশ্চিমদিকে সরবে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে বেশ কয়েকদিন, এমনই ইঙ্গিত হাওয়া অফিসের।