বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রে ধর্ষণের নারকীয় ধারাবাহিকতা। এবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ঢুকে রোগিণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা রোগিণীর বয়স ২০। পেটে সংক্রমণ নিয়ে চলতি মাসের শুরুতে তিনি থানের ভিওয়ান্ডিতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করানো হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিটে।
এরপর সোমবার ভোর চারটে নাগাদ আইসিইউতে ঢোকেন ওই যুবক। সেখানেই তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত হাসপাতালেরই কর্মী। মহিলাকে হেনস্থার পর তিনি তাঁকে বিয়ের প্রস্তাবও দেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সোমবারই ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভিওয়ান্ডি থানার সিনিয়র ইমস্পেক্টর মাহাদো কুম্ভার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।