শোকের আবহ রাজনীতির আঙিনায়। বৃহস্পতিবার প্রয়াত হয়েছে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে নয়া দিল্লীর এইমসহাসপাতালে ভর্তি ছিলেন।। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল ও নিউমোনিয়া হয়েছিল। গত ১৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ৫ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বুধবার রাতে এইমসের চিকিৎসকরা জানান, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক তবে স্থিতিশীল আছে। ইয়েচুরি অক্সিজেন সাপোর্টের অধীনে ছিলেন। তাঁর প্রতিমুহূর্তের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকদের একটি মাল্টিডিসিপ্লিনারি দল। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়েচুরি।
link: https://x.com/MamataOfficial/status/1834181010151325730?t=eV4iBMf-tVXtp5vq9BBQXg&s=08
ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে জানান, ”সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণে আমি দুঃখিত। আমি জানি তিনি প্রবীণ সংসদ সদস্য ছিলেন এবং তার মৃত্যু জাতীয় রাজনীতির জন্য একটি বড় ক্ষতি। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।” শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “প্রবীণ CPI(M) নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। আমাদের রাজনৈতিক মতাদর্শে অমিল থাকলেও গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি বিরোধী বৈঠকে তাঁর সাথে আমার আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল। তাঁর সরলতা, জননীতি সম্পর্কে গভীর উপলব্ধি এবং সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি সত্যিই অসাধারণ। তার পরিবার, বন্ধু এবং স্বজনের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁম শান্তি!”, নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
link: https://x.com/MamataOfficial/status/1834181010151325730?t=eV4iBMf-tVXtp5vq9BBQXg&s=08