দেশজুড়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটে চলেছে ধর্ষণের নৃশংস ঘটনা। এবার সেই তালিকায় যোগ হল আর এক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য গোয়াও। ৪ বছরের এক ইউরোপীয় শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিহারের এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। ২৯ বছরের ওই পরিযায়ী শ্রমিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গোয়া পুলিশ। মঙ্গলবার শিশুর পরিবারের তরফে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ধৃতের নাম মহম্মদ ফৈয়াজ আলম। তার বিরুদ্ধে পকসো আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শিশুটি ২০১৬ সাল থেকে পরিবারের সঙ্গে ভারতে থাকছিল। দু’মাস আগে ওই পরিবারটি গোয়ায় গিয়েছিল। এদিন শিশুটি নিজের বাড়ির পাশে খেলছিল। সেই সময় তাকে একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই যুবক।
যন্ত্রণাকাতর শিশুটি পরে পুরো বিষয়টি তার মা’কে জানায়। তিনি থানায় গিয়ে অভিযোগ জানান। বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলার সময় ওই যুবক শিশুটিকে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পুলিশের তরফে খবর, যুবকটি পেশায় একজন নির্মাণ শ্রমিক। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। আঞ্জুনা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), গোয়া শিশু আইন এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো আইন)-এর একাধিক ধারায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রসঙ্গত, গত এপ্রিলে দক্ষিণ গোয়ার ভাস্কো এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। বিভিন্ন ধারায় মামলা রুজু করে ১৫ থেকে ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেখানেও জড়িয়েছিল বিহারের কয়েকজন পরিযায়ী শ্রমিকের নাম।