Maharashtra বড়সড় অস্বস্তিতে মহারাষ্ট্রের বিজেপি। পদ্ম জোটশাসিত এই রাজ্যে পানশালায় গভীর রাত পর্যন্ত বন্ধুবান্ধবদের সঙ্গে হইচই করে মত্ত অবস্থায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনা বাধিয়ে বসল বিজেপি
নেতার ছেলে। একটার পর একটা গাড়িকে ধাক্কা মারল তার অডি গাড়ি! জখম হলেন অন্তত ২ জন। শেষে তাড়া খেয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে সবান্ধব চম্পট দিলেন মহারাষ্ট্রের রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ‘সুপুত্র’ সংকেত বাওয়ালকুল।
রবিবার গভীর রাতে নাগপুরে রামদাসপথ এলাকায় ৩ রাস্তার মোড়ে সংকেতের অডি গাড়ি ধাক্কা মারে একটি গাড়িকে। এরপর একটা পর একটা গাড়িতে আঘাত করে তা। দুমড়ে-মুচড়ে যায় প্রথম গাড়িটি। প্রথম ক্ষতিগ্রস্ত গাড়ির চালক গাড়ি নিয়েই তাড়া করেন বিজেপি সভাপতির ছেলের গাড়িকে। ওই অডি গাড়িতে তখন গেরুয়া-নেতার পুত্র, চালক-সহ ছিলেন মোট ৫ জন। তাড়া খেয়ে প্রায় চলন্ত গাড়ি থেকেই লাফিয়ে নেমে পড়ে অন্ধকারে গা-ঢাকা দেন সংকেত এবং আরও ২ জন। গাড়ির চালক-সহ মোট ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1833832251362021440