Indian Railways মোদী-জমানায় দেশজুড়ে বারবার ফুটে উঠেছে রেলের অব্যবস্থার চিত্র। একের পর এক ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনাগুলিই তার জ্বলন্ত প্রমাণ। এবার ফের সেই ফুটে উঠল সেই দৃশ্য। শনিবার ভোররাতে লাইনচ্যুত হয় সোমনাথ এক্সপ্রেসের একাধিক কামরা। এই ঘটনায় কোনও যাত্রী নিহত বা আহত হননি বলেই খবর। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এদিকে এ ঘটনার কারণে মূল লাইনে রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রেলের আধিকারিকরা লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান করছেন। মেরামত করা হচ্ছে ট্র্যাকটি।
এপ্রসঙ্গে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেছেন, “ইন্দোর-জবলপুর ওভারনাইট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ইন্দোর থেকে জব্বলপুর যাচ্ছিল। ট্রেনটি যখন খুব ধীর গতিতে চলছিল, তখন দুটি কামরা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষতি হয়নি। সবাই নিরাপদে আছেন এবং নিজ নিজ বাড়িতে চলে গিয়েছেন। সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় এই দুর্ঘটনা ঘটে। স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।” গত প্রায় দেড় বছরে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর ঘটেছে। বহু যাত্রী তাতে প্রাণ হারিয়েছেন। শিয়ালদহ-গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অন্তত নয় জন। সেটা ছিল চলতি বছরের জুন মাস। তার আগে গত বছরের সেই জুনেই ভয়াবহ দুর্ঘটনায় মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৯৬ জন যাত্রী। এছাড়াও ঘটেছে আরও আরও দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মোদীর রেলমন্ত্রক। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832335705587982832