Uttar Pradesh নারীনির্যাতনের নারকীয়তা ধারাবাহিকতা বহাল রয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে একের পর এক নৃশংস ঘটনা। এবার যোগীরাজ্যের কনৌজে এক আত্মীয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনতেই স্ত্রীকে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠদ খোদ স্বামীর বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে বেশ কিছু দিন আগে। তবে সম্প্রতি সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এক মহিলা তাঁর আত্মীয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। আর তার জেরেই ‘শাস্তি’ দেওয়া হয় তাঁকে। স্থানীয় বেশ কিছু লোকের সামনেই মহিলার মাথা ন্যাড়া করে, পা দড়ি দিয়ে বেঁধে তাঁকে চ্যালাকাঠ দিয়ে মারধর করে স্বামী।
আরও পরুনঃ জল্পনায় সিলমোহর – আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ বজরং-ভিনেশের, কড়া ভাষায় একহাত নিলেন বিজেপিকে
উল্লেখ্য, এর পিছনে গ্রামের মোড়লদের মদত ছিল বলেও অভিযোগ। নির্যাতিতা মহিলার দাবি, রাজা নাথ নামে তাঁর এক আত্মীয় গত বেশ কিছু দিন ধরেই তাঁকে হেনস্থা করছিল। রাজার বাড়িতে সেই অভিযোগ জানাতে গিয়েই নিজের স্বামী ও রাজার পরিবারের আক্রমণের মুখে পড়েন তিনি। এই অভাবনীয় বর্বরতার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। পুলিস সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। তবে প্রতিনিয়ত এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে যোগী-প্রশাসন।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832381893477576930