Aparajita Bill আরও একবার প্রকাশ্যে এল রাজ্যপাল সিভি আনন্দ বোসের ঘৃণ্য রাজনীতিপ্রবণ আচরণ। সম্প্রতিই ধর্ষণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঐতিহাসিক ‘অপরাজিতা’ বিল পেশ হয়েছে রাজ্য বিধানসভায়। অনুমোদনের জন্য বিল পাঠানো হয়েছে রাজভবনে। কিন্তু যথারীতি শুরু হয়েছে রাজবভনের রাজনীতি। নানা টেকনিক্যাল কারণ দেখিয়ে বিল পাশ করাতে টালবাহানা করছেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যপালকে কড়া ভাষায় একহাত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিল পাশ করার জন্য রাজ্যপালের আরও তৎপর হওয়া উচিত। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর এই বিল পাশ করানোর উদ্যোগ নেওয়া উচিত। এর আগে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্টও রাজ্যপালের কাছে পাঠানো হয়। গত ৩ সেপ্টেম্বর পাশ হওয়া ওই বিল বুধবার রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হলেও তার সঙ্গে পাঠানো হয়নি টেকনিক্যাল রিপোর্ট।
আরও পরুনঃ হোটেলে ডেকে মহিলাকে একাধিকবার ধর্ষণ! – অভিযুক্ত মোদীর শরিক দল টিডিপির বিধায়ক, বিপাকে নাইডু-শিবির
উক্ত কারণ দেখিয়ে রাজভবনের তরফে ওই বিল নিয়ে আপত্তি জানানো হয়। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে বৈঠকে বসেন। তারপরেই এই টেকনিক্যাল রিপোর্ট রাজভবনে পাঠানো হয়। কিন্তু বিল পাশ করাতে রাজভবন যেভাবে গড়িমসি করছে এই প্রসঙ্গ তুলে সরব হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। “যে বিল পাশ করানোর তা আমরা করেছি। আমরা আশা করব, রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যপাল ব্যক্তিগতভাবে এই বিল নিয়ে তৎপর হবেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অপরাজিতা বিল পাশ করাতে উদ্যোগী হবেন। টেকনিক্যাল রিপোর্ট এদিন পাঠানো হয়েছে। সব বিলের সঙ্গেই টেকনিক্যাল রিপোর্ট যায়। এই বিলটা অন্যগুলির মতো নয়। রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করে বিলে অনুমতি দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বিল পাশ করাতে টালবাহানা করছেন”, স্পষ্ট জানান তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832400903871099288