Madhya Pradesh বিজেপিশাসিত মধ্যপ্রদেশে প্রকাশ্যে এল আরও এক পাশবিক নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। দিনের আলোয় ব্যস্ত রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। আর তার প্রতিবাদ না করে ঘটনার ভিডিও করল পথচারীরা! ঘটনাটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। ভিডিও ভাইরাল করা হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে ক্ষুব্ধ অনেকেই। অভিযোগ, রাস্তার ময়লা সংগ্রহকারী এক মহিলাকে মদ্যপান করিয়ে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কয়লা ফাটক মোড়ে। যা প্রায় সবসময়ই জনবহুল থাকে।
আরও পরুনঃ কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের – সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে
ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এক সিনিয়র পুলিশ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানান, অভিযুক্ত লোকেশ নামক ব্যক্তি নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বুধবার রাতে তাঁকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে। কিছু পথচারী এই ঘটনা দেখতেও পায়, কিন্তু তাঁরা ঘটনার প্রতিবাদ না করে উল্টে ভিডিও করে। পরে লোকেশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চৈতন্য ফিরে পাওয়ার পর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত লোকেশকে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832057788316385607