হৃদয়বিদারক। মর্মান্তিক। করুণ। যথেষ্ট নয় কোনও বিশেষণই। বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রের গদচিরোলিতে চিকিৎসাব্যবস্থার গাফিলতিতে তিলে তিলে শেষ হয়ে গেল দুটি তরতাজা শিশুপ্রাণ! সদ্য সন্তানহারা মা-বাবা পেলেন না একটি শববাহী গাড়িও। অগত্যা অসহায় মা-বাবা ছেলেদের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে বাড়ির পথে রওনা দেন। ১৫ কিলোমিটার রাস্তা এভাবেই যান তাঁরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। যা দেখে শিউরে উঠছেন প্রত্যেকে।
সূত্র অনুযায়ী, মৃত কিশোর দু’টির বয়স ১০ বছরেরও কম। বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল তারা। চিকিৎসার অভাবেই মৃত্যু হয় তাদের। আহেরি তালুকের এই দম্পতি তাদের দুই মৃত ছেলের দেহ কাঁধে করে নিয়ে হাসপাতাল থেকে তাদের গ্রামের বাড়িতে যান। ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন বিধানসভায় বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিওয়ার “দুই নাবালকের মৃতদেহ তাদের গ্রাম, পট্টিগাঁওতে স্থানান্তর করার জন্য এখানে কোনো অ্যাম্বুলেন্স বা শববাহী যান ছিল না এবং বাবা-মা বৃষ্টিতে ভেজা পথ দিয়ে ১৫ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হয়। গদচিরোলির স্বাস্থ্য পরিষেবার এক ভয়াবহ বাস্তব আজ ফের সামনে এসেছে”, জানিয়েছেন তিনি।