Abhishek Banerjee আর জি কর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি সেঁকে নিতে মরিয়া তারা। সমাজমাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়েছে ভুয়ো ও বিভ্রান্তিমূলক খবর। এর মধ্যেই প্রকাশ্যে এল একটি বিস্ফোরক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। আন্দোলনের মাঝেই হাতছানি দিচ্ছে অসৎ উদ্দেশ্য, তথ্য হাজির করে এই দাবি করল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সামনে আনা হল আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তা বিনিময়। যেখানে হ্যাকার নিয়োগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ব্যক্তিগত তথ্য ডিলিট করার আলোচনা চলছে! আন্দোলনকারীদের নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে তৃণমূলের আইটি সেলের কাছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি ইলাকার নাম ও সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে বলে জানতে পেরেছে তৃণমূল। একটি গ্রুপের নাম ‘গ্রুপ ৬- ৪ সেপ্টেম্বর, প্রোটেস্ট ফর আর জি কর।’ তৃণমূল তুলে ধরেছে আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরই সেখানে একজন লিখেছে, “ওর (অভিষেক) আধার কার্ড আর পাসপোর্টের ডেটা সার্ভার থেকে ডিলিট করে দিতে হবে। তার জন্য একজন ভালো হ্যাকার চাই।”
পাশাপাশি, সেখানে আবার প্রশ্ন তোলা হয়েছে, “আমাদের একটাও হ্যাকার নেই এই গ্রুপে?” আবার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আহ্বান করা হয়েছে, “অভিষেকের প্রোফাইল নিয়ে সবাই রিপোর্ট মারো।” তাতে একজন লিখেছেন, “আমি দেখছি. আমার একটা বন্ধু আছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট।” রয়েছে আরও কিছু কথোপকথন। সেখানে লেখা, “আমার এক কাকা নবান্নে কাজ করেন। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিআইএসএফকে সাহায্য না করার।” এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস করে দিয়ে তৃণমূলের একাধিক নেতৃত্ব বলছেন, একজন ব্যক্তি সামাজিক আন্দোলনের নামে ছদ্মবেশ ধারণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক করার ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে তারা। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের আন্দোলন করার পূর্ণ অধিকার আছে। কিন্তু আন্দোলনের নামে রাজনীতি একেবারে কাঙ্খিত নয়। আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে বিজেপি, সিপিএম ইতিমধ্যেই তা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে দলীয় কর্মীদের প্রতি সহনশীল থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এই বার্তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের সাফ বার্তা, সাধারণ মানুষের আন্দোলন করার অধিকার আছে। কোনও অবস্থাতেই মানুষের প্রতিবাদ-কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832053505999134921