এবার কি ভোটের ময়দানে নামতে চলেছেন কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগট? রাজনৈতিক মহলে জল্পনা তেমনটাই। সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। বুধবার দিল্লীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগট। সূত্রের খবর, হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন তাঁরা। ফোগট প্রার্থী হতে পারেন জুলানা আসন থেকে। পুনিয়াকে প্রার্থী করা হতে পারে বাদলি আসনে। ক’দিন আগেই শম্ভু সীমানায় গিয়ে প্রতিবাদী কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভিনেশ। বলেছিলেন, “আমি আপনাদেরই মেয়ে।” তাঁর ওই ঘোষণায় স্বাভাবিকভাবেই ঘুম উড়েছিল বিজেপির। এবার বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে তাঁর রাহুল গান্ধীর সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধীর সঙ্গে দুই কুস্তিগিরের ছবি এদিন তাদের সরকারি এক্স অ্যাকাউন্টে পোস্টও করেছে কংগ্রেস। চার বছর আগে টোকিও ওলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন বজরং। আর এবার প্যারিস গেমসে ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য ছিটকে যেতে হয় ফোগটকে।
তবে কুস্তির আখড়ার বাইরে অন্য এক লড়াইয়েও শামিল হয়েছিলেন তাঁরা। ২০২৩ সালে প্রাক্তন বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রভাবশালী এই বিজেপি নেতার বিরুদ্ধে কুস্তিগিরদের প্রতিবাদে মুখর হয়েছিলেন বজরং ও ভিনেশ দু’জনেই। এবার কংগ্রেসের টিকিটে রাজনীতির ময়দানেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন তাঁরা। হরিয়ানায় বিধানসভা ভোট আগামী ৫ অক্টোবর। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গত মঙ্গলবার পর্যন্ত ৯০টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানিয়েছে সূত্র।