Nabanna কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, জমিচুরি চক্রের পান্ডারা অনেক ক্ষেত্রেই জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে। জমির আসল মালিকের অজান্তেই ঘটে যায় এই কুকীর্তি। নানা জায়গা থেকে বহুদিন ধরেই এমন অভিযোগ পেয়েছে রাজ্য। এই জমিচুরি ঠেকাতেই এবার রাজ্যের সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।
উল্লেখ্য, কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনও ব্যক্তিগত মালিকানাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারও নামে ট্রান্সফার করতে পারবে না। এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে। ফলে হাতেনাতে ধরা পড়ে যাবে জমিচুরির চক্র। রাজ্য প্রশাসন সূত্রের খবর, তথ্য-প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। ফলত আসন্ন দুর্গাপুজোর পরই চালু হয়ে যাবে এই কর্মসূচি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831654726930178066