বিপুল আর্থিক কেলেঙ্কারির কাণ্ড ফাঁস হল বিজেপিশাসিত আসামে। অনলাইনেই বেশ কিছুদিন ধরেই চলছিল বিশাল প্রতারণা। সব চলছিল সে রাজ্যের সরকারের চোখের সামনেই। অভিযোগ, সব জেনেশুনেও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। জানা গিয়েছে, বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে লোভের ফাঁদে ফেলছিল এই প্রতারণা-চক্র। আশ্বাস দেওয়া হচ্ছিল, মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলে ৬০ দিনের মধ্যেই ৩০ শতাংশ লাভ নিশ্চিত। এই প্রতারণা ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে ৪টি ভুয়ো অফিসও খুলেছিল মূলচক্রী। এভাবেই মোট ২২০০ কোটি টাকা তুলেছিল তারা।
আরও পরুনঃ সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে কাজে যোগ দিন ধর্মঘটী চিকিৎসকরা – স্পষ্ট নির্দেশ আইএমএ’র
পাশাপাশি, বিনিয়োগকারীদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁদের টাকা আত্মসাৎ করে খাটানো হচ্ছিল চলচ্চিত্র শিল্পে। নিজের নামে প্রচুর সম্পত্তিও করেছিল প্রতারকচক্রের পাণ্ডা। শেষপর্যন্ত প্রতারিতদের চাপে পড়ে তদন্তে নামতে বাধ্য হয় পুলিশ। ডিব্রুগড় থেকে গ্রেফতার করে চক্রের মাথা ২২ বছরের বিশাল ফুকনকে এবং গুয়াহাটিতে ধরা পড়ে স্বপ্নিল দাশ। সন্ধান চলছে সুমি বোরা নামে এক কোরিওগ্রাফারেরও।
লীণকঃ https://x.com/ekhonkhobor18/status/1831975942325260772