Supreme Court শীর্ষে আদালত বড়সড় ধাক্কা গেল ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির অতিপরিচিত ‘বুলডোজার নীতি’। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময় এই রাজ্যগুলিতে নেতাদের মুখে শোনা গিয়েছে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নিদান। এ নিয়ে আগেও বিজেপিকে নিশানা করেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার বিরোধীদের মতে কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কেউ অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর। নির্দিষ্ট নিয়ম জারি করা প্রসঙ্গে আদালতের পক্ষ থেকে চাওয়া হয়েছে পরামর্শও। কেন্দ্রের ‘বুলডোজার নীতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্দেশিকার আবেদন জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কয়েকটি ঘটনা। এর মধ্যে ছিল রাজস্থানের উদয়পুরের এক পড়ুয়া তার সহপাঠীর ওপরে ছুরি চালিয়েছিল বলে ওই পড়ুয়ার বাড়ি গুঁড়িয়ে দেওয়া, দিল্লীর জাহাঙ্গিরপুরীতে এক বাড়ির ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিল বলে তার বাড়ি ভেঙে ফেলার ঘটনাগুলি।
আরও পরুনঃ দলীয় জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে – স্পষ্ট বার্তা অভিষেকের
প্রসঙ্গত, ওই মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রের সলিসেটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, কোনও ব্যক্তি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তাঁর বাড়ি ধ্বংস করা যায় না। সম্পত্তি অবৈধ হলেই তা ভাঙা যেতে পারে। তিনি বলেন, আদালতের সামনে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলে তাঁর বাড়ি ভেঙে ফেলা হবে কোন যুক্তিতে? সোমবার প্রশ্ন তোলে বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। এরপরে বিচারপতি গাভাই বলেন, অভিযুক্ত বা দোষী হলেই যদি বাড়ি ভাঙা না হয় তাহলে দেশ জুড়ে নির্দেশিকা দেওয়া হচ্ছে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830894514174599270
বেঞ্চের নির্দেশ, অবৈধ নির্মাণ হলেই তা ভাঙা যেতে পারে তবে তার আগে পুরসভাকে নোটিশ জারি করতে হবে। জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। খোলা থাকবে আইনি সমাধানের রাস্তাও। এসবে কাজ না হলে ভাঙা যেতে পারে অবৈধ নির্মাণ। এক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য সমস্ত ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও। আদালতের মন্তব্য, কোনও বেআইনি নির্মাণ রক্ষার পক্ষে তারা নয় তবে সাধারণ নাগরিকের রাস্তা আটকে বা অন্য কোনও ভাবে অবৈধ নির্মাণ হলে তা ভাঙা যেতে পারে। কিন্তু এসবের জন্য নির্দিষ্ট নিয়ম থাকা অবশ্যই প্রয়োজন।