Bandh গত মঙ্গলবার বেনামে নবান্নে অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সুপারফ্লপ হয়েছিল সেই কর্মসূচি। একইভাবে ‘ফ্লপ শো’ হয়ে রইল বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধ। রোজকারের মতোই ব্যস্ত রইল রাজ্য। বিজেপির চক্রান্ত ভেস্তে দিল সাধারণ মানুষ। জনজীবন সম্পূর্ণভাবে স্বাভাবিক রইল কলকাতা থেকে জেলায় জেলায়। মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। আর বুধবার জনজীবনকে স্তব্ধ করতে ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডেকেছিল বিজেপি। কিন্তু রাজ্যের মানুষ সেই বন্ধ প্রত্যাখান করেছেন। “নবান্ন অভিযানের নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি। সুপারফ্লপ আজকের বিজেপির বন্ধ। ওদের নিজেদের মধ্যেই গোভঈখছনষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে যে ইস্যুতে বন্ধ, তা তারা মানে না ঐঐগ। আরজি করের তদন্ত করছে সিবিআই, মামলা গূট সুপ্রিম কোর্টে অথচ লোক দেখিয়ে নবান্ন অভিযানের নামে পরিবেশকে অশান্ত করার চেষ্টা। সিজিও কমপ্লেক্সে গিয়ে বিক্ষোভ দেখাক”, জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ।
প্রসঙ্গত, অন্যান্য দিনের মতোই এদিন সকাল থেকেই অফিস যাত্রীরা অফিসের উদ্দেশে রাস্তায় বের হন। বিপুল সংখ্যক সরকারি বাসের পাশাপাশি রাস্তায় নেমেছে প্রচুর বেসরকারি বাসও। মঙ্গলবারই নবান্নের তরফে জানানো হয়েছিল, বুধবার পুরোপুরি সচল থাকবে বাংলা। প্রত্যেকদিনের মতোই খোলা থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি। জেলায় জেলায় বিজেপির দুষ্কৃতীরা বন্ধ কার্যকরের নামে অশান্তি পাকাতে রাস্তায় নামলেও কড়া হাতে দুর্বৃত্তদের সেই চক্রান্ত ভেস্তে দিয়েছে পুলিশ। তবে শহর কলকাতায় বিজেপির বন্ধ-চক্রান্ত পুরোপুরি ব্যর্থ করে স্বাভাবিক রইল জনজীবন। ডানলপ থেকে শ্যামবাজার, শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন, সর্বত্রই দেখা গেল ভিড়। পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, শহরের কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বেসরকারি পরিবহণ সংগঠনগুলি যান চলাচল স্বাভাবিক রেখেছে। ফলত পরিষ্কার যে, এই বন্ধ প্রত্যাখান করেছে আমজনতা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828802052375671182




