Recruitment নতুন সুখবর এল চাকরিপ্রার্থীদের জন্য। বাংলায় শিক্ষক পদে হতে চলেছে বড়সড় নিয়োগ। ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিযুক্ত হতে চলেছেন রাজ্যে। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে ছিল। প্রায় ৮ বছর পর সেই জটিলতা কাটল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। ২০১৬ সালে বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ প্রাথমিকে নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়োগ নিয়ে শুরু হয় জটিলতা। মামলা যায় আদালতে।
আরও পরুনঃ কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে সমাজমাধ্যমে সক্রিয় হতে হবে – দলীয় নেতৃত্বকে বার্তা নেত্রী মমতার
এরপর দীর্ঘ আট বছর ধরে নানা পথ পেরিয়ে এসে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১,৪৬৩ জনকে তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, এরা প্রত্যেকেই সব ক’টি পর্ব পেরিয়ে এসেছিলেন। তাই অন্তিম তালিকাতে ১,৪৬৩ জনকে যুক্ত করে মোট ১৪,০৫২ জনের কাউন্সেলিং করতে হবে চার সপ্তাহের মধ্যেই। কলকাতা হাইকোর্ট কাউন্সেলিংয়ের শেষে প্রত্যেককে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1829074886687363163
