Abhishek Banerjee এখনও মেলেনি কোনও সুরাহাসূত্র। আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে কেটে গিয়েছে দু’সপ্তাহ। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেফতার করতে পারল না, তা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একহাত নিলেন বিজেপিকেও।
আরও পরুনঃ ‘এবার কাজে যোগ দিন’ – সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা মুখ্যমন্ত্রী মমতার
আজ, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে তিনি বলেন, “সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করেনি সিবিআই?” সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে লাশের রাজনীতি করছে বিজেপি। “একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে যাঁরা লাশের নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছেন, বাংলার মানুষের কাছে তাঁদের মুখোশ খুলে গিয়েছে”, পদ্মশিবিরকে একহাত নিয়ে বক্তব্য অভিষেকের।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828798402588819467




