Administration মোদী সরকারের আমলে বিজেপিশাসিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে নারীদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণ প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেআব্রু হয়ে পড়েছে প্রশাসনের ত্রুটি। রাজস্থান, মহারাষ্ট্র, বা উত্তরপ্রদেশ, একের পর এক ঘটে চলেছে নাবালিকা ধর্ষণ, গণধর্ষণের ঘটনা। এবার রাজস্থানের যোধপুরে সরকারি হাসপাতালের মধ্যেই গণধর্ষণের শিকার হল ১৫ বছরের এক কিশোরী। দু’জন অভিযুক্তর মধ্যে একজন ওই হাসপাতালেরই প্রাক্তন কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে। নাবালিকাকে একা ঘুরতে দেখে তাকে লোভ দেখিয়ে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেকশনের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দু’জন। চাপে পড়ে দু’জনকেই অবশ্য আটক করেছে পুলিশ।
আরও পরুনঃ বিজেপির কর্মনাশা বন্ধ ব্যর্থ করার ডাক – কোচবিহারে প্রতিবাদ মিছিল তৃণমূলের
পাশাপাশি, ফের একটি নৃশংস ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বদলাপুরে। যেখানে কিন্ডারগার্টেন স্কুলের টয়লেটে যৌন নির্যাতনের শিকার হয়েছিল দুটি ছোট্ট মেয়ে। এবারে সেই বদলাপুরেই নিজের ১৬ বছরের মেয়েকে ধর্ষণ এবং মারধরের অভিযোগ উঠল তার ৫৪ বছরের বাবার বিরুদ্ধে। এখনও অধরা সেই অভিযুক্ত। সবচেয়ে লজ্জাজনক ঘটনা যোগীরাজ্যের অযোধ্যায়।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828715180466847955
মহারাজগঞ্জ গ্রামের এক ৪ বছরের দলিত শিশুকে ধর্ষণ করে এক যুবক। সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া শিশুটিকে পরে উদ্ধার করা হয় গুরুতর জখম অবস্থায়। ৮ ঘণ্টা পরে পুলিশ এনকাউন্টার করে গ্রেফতার করে অভিযুক্তকে। এখানেই শেষ নয়, ৪ নাবালিকা-সহ মোট ৬ জনকে ধর্ষণে অভিযুক্ত ৩৭ বছরের এক ব্যক্তির টিকিটি এখনও ছুঁতে পারেনি মীরাটের পুলিশ। স্বাভাবিকভাবেই খুল্লামখুল্লা হয়ে পড়েছে যোগীরাজ্যের পুলিশের অকর্মণ্যতা।