Mamata Banerjee আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিরাট ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবির পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ আগস্ট মধ্যরাতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে ৯ আগস্ট থেকে কর্মবিরতিতে নেমেছেন আরজি কর-সহ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। পরে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে শামিল হয়েছিলেন সারা দেশের চিকিৎসকরাও। তবে সুপ্রিম কোর্টের অনুরোধের পর সারা দেশের চিকিৎসকরা কাজে ফিরলেও বাংলার জুনিয়র চিকিৎসকরা এখনও কর্মবিরতিতে অনড়। ওই প্রসঙ্গই এদিন তোলেন মুখ্যমন্ত্রী। “১৬ দিন হয়ে গেল। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই, তাঁরা ভাল করে করুক। আমার সমর্থন তাঁদের সঙ্গে আছে। কারণ,ওরা ওদের বন্ধুর মৃত্যুর বিচার চাইছে। সঙ্গে এটাও বলব, আপনারা তো মানবিক, মানুষকে সেবা দিতে অঙ্গীকার বদ্ধ। সুপ্রিমকোর্টও কাজে যোগ দিতে বলছে। অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। এরা কোথায় যাবে? একটা সন্তানসম্ভাবা মায়ের ডেলিভারি তো ডাক্তাররাই করে”, জানান তিনি।
আরও পরুনঃ ‘আর জি কর আন্দোলনকে দিল্লী পর্যন্ত নিয়ে যাব!’ – স্পষ্ট হুঁশিয়ারি অভিষেকের
পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আপনাদের ব্যবস্থা কোনও নিইনি, নেবও না। ক্ষোভ থাকতে পারে কিন্তু এবার কাজে যোগ দিন। দিল্লীতে কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল। সুপ্রিম কোর্টও কিন্তু সেদিন বলেছিল, টু টেক অ্যাকশন নিতে। কিন্তু আমি চাই না ওদের কারও বিরুদ্ধে স্টেপ নিতে। আমি চাই ওরা পড়াশোনা করুক, কারণ আমি যদি কারও বিরুদ্ধে এফআইআর করি তাহলে তার ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না। সে ভিসা পাবে না, পাসপোর্ট পাবে না।” এখানেই থেমে থাকেননি মমতা। “কারও বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নিই তাহলে সে বিচার পাবে না। তার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে। আমরা একমাত্র সরকার, যারা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী তৈরি করেছি। ১০০ কোটি টাকা স্যাংশান করেছি। সিসিটিভি, আলো সহ পরিকাঠামো উন্নতি করেছি”, বলেন মুখ্যমন্ত্রী।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828793808617955487




