Lalbazaar কড়া পদক্ষেপের পথে হাঁটল লালবাজার। আর জি কর হাসপাতালে ভাঙচুর-কাণ্ডে ইতিমধ্যেই নতুন করে পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩৭। এবার এই ঘটনায় ১৫ সদস্যের সিট গঠন করল লালবাজার। এই দলে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও থাকবেন বলে জানা গিয়েছে।
১৪ আগস্ট রাত দখলের যে আন্দোলন হয়েছিল, তাতে আরজি কর হাসপাতালে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালে এসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1826242218065363021
এরপরেই সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই অভিযুক্তদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়। কলকাতা পুলিশের তরফে জড়িতদের সন্ধান চাই বলে সমাজমাধ্যমে পোস্টও করেছিল কলকাতা পুলিশ। পুলিশের দাবি, সমাজমাধ্যমের পোস্ট থেকে অনেক সাহায্য মিলেছে। বেশ কয়েকজন অভিযুক্ত সমাজমাধ্যমের সাহায্যে ধরা পড়েছে বলেও তাদের তরফে জানানো হয়েছে। এদিকে, মঙ্গলবার শুনানিতে আর জি করের ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
lalbazaar




